2024-12-17
agartala,tripura
রাজ্য শিক্ষা স্বাস্থ্য

রাষ্ট্রীয় পোষন মাস উপলক্ষে ৩৭-নং ওয়ার্ডের উদ্যোগে অঙ্গনয়ারী সেন্টারের উদ্ধোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  নতুন ভাবে সংস্কার করে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে রাজধানীর ভট্টপুকুর কালিটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। আগরতলা পুর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ডে গড়ে উঠেছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এর উদ্বোধন হয়।আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার সেন্টারের উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার, ৩৭ নং ওয়ার্ডের কর্পোরেটর বাপী দাস সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি এদিন পোষণ মাস পালন করা হয়। অনুষ্ঠানে শিশু ও গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। আলোচনা করতে গিয়ে পুর নিগমের মেয়র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নতুন ভাবে গড়ে তোলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে পেইন্টিং, বসার জন্য সুন্দর বেঞ্চ। রয়েছে বিভিন্ন ধরণের খেলার সামগ্রী। এদিন অনুষ্ঠানে ছোট ছোট শিশু ছাড়াও এলাকার মহিলারা ব্যাপক সংখ্যায় অংশ নেন।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service