2025-10-29
Ramnagar, Agartala,Tripura
দেশ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাফালে উড্ডয়ন: ইতিহাসে নতুন অধ্যায়

জনতার কলম ওয়েবডেস্ক :- হরিয়ানার অম্বালা বিমান ঘাঁটি থেকে আজ রাফালে যুদ্ধবিমানে উড্ডয়ন করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রায় ২৫ মিনিটব্যাপী এই ঐতিহাসিক উড্ডয়নটি সম্পন্ন হয় ভারতীয় বায়ুসেনার আধুনিক রাফালে যুদ্ধবিমানে।

সকালে রাষ্ট্রপতি অম্বালা বিমান ঘাঁটিতে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। তাঁকে স্বাগত জানান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, হরিয়ানার মন্ত্রী অনিল বিজ, অম্বালার জেলা শাসক অজয় সিং তোমরসহ বহু শীর্ষ কর্মকর্তা।

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের এপ্রিল মাসে রাষ্ট্রপতি মুর্মু আসামের তেজপুর বিমান ঘাঁটি থেকে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে উড্ডয়ন করেছিলেন। ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়িকা হিসেবে এদিনের রাফালে উড্ডয়ন তাঁর দ্বিতীয় যুদ্ধবিমানে আরোহন, যা দেশের সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service