জনতার কলম ওয়েবডেস্ক :- উপদ্বীপ, বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের কম্পনমাত্রা ধরা পড়েছে ৮.৮। ভূমিকম্পের পরেই রাশিয়ার উপকূলে আছড়ে পড়েছে সুনামি। সুনামির ঢেউ আছড়ে পড়েছে জাপানের বিভিন্ন এলাকাতেও। চিন, ইকুয়েডর, পেরু ইত্যাদি দেশেও জারি করা হয়েছে সুনামি-সংক্রান্ত সতর্কবার্তা। জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সুনামির প্রভাব সবথেকে বেশি পড়বে ইশিনোমাকি বন্দরে। প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর সুনামি দক্ষিণের দিকে সরবে, ফলে আরও ১৬টি জায়গা সুনামির দ্বারা প্রভাবিত হবে।
বুধবার সকালে জাপানের উপকূলবর্তী এলাকায় সুনামির প্রভাব দেখা গিয়েছে। উপকূলীয় এলাকা থেকে সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। জাপান সরকারের তরফ থেকে দুর্যোগ সামলানোর জন্য একটি জরুরি কমিটি তৈরি করা হয়েছে। সুনামি-সতর্কতার জেরে ব্যহত হয়েছে জাপানের যানবাহন চলাচল। জাপানের হোক্কাইডো থেকে আওমোরির পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। টোকিও এবং নিকটবর্তী দ্বীপপুঞ্জগুলির মধ্যেও ফেরি চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
ফেরি ছাড়াও, ব্যহত হয়েছে জাপানের বিমান এবং ট্রেন পরিষেবা। কিছু রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে আবার কিছু রুটে অনেক দেরি করে চলছে ট্রেন। ভূমিকম্পের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, প্রশান্ত মহাসাগরে একটি বিশাল ভূমিকম্প হওয়ার ফলে হাওয়াইবাসীদের উদ্দেশ্যে সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আলাস্কার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। তিনি সকলকে নিরাপদে থাকতে বলেছেন। মার্কিন ভূমি জরিপ সংস্থা জানিয়েছে যে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের পেট্রোপাভলভস্ক-কাম-চাটস্কি শহরের ১২৫ কিলোমিটার পূর্ব এবং দক্ষণপূর্বে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে।
আমেরিকার সুনামি-সতর্কতা রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এই ভূমিকম্পের ফলে হাওয়াই দ্বীপপুঞ্জ এবং রাশিয়ার উপকূলে ১০ ফুটেরও বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়বে। সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আরও অনেকগুলি জায়গায়। চিলি, পেরু, গুয়াম, জার্ভিস দ্বীপ, কোস্টারিকা, জনস্টন অ্যাটল, মিডওয়ে দ্বীপ, সামোয়া, সলোমান দ্বীপপুঞ্জ, ফরাসি পলিনেশিয়া, আন্টার্কটিকা, কলম্বিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড,পালাউ, পানামা, পাপুয়া-নিউ গিনি, ফিলিপাইন্স, তাইওয়ান, পিটকেয়ার্ন দীপপুঞ্জ, ওয়েক আইল্যান্ড, টোঙ্গা, টোকেলাউ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া- এই সমস্ত জায়গায় সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে।
আমেরিকার সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার অ্যারেনা কোভ উপকূলে ১.৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। এছাড়াও ক্রেসেন্ট সিটি এবং মন্টেরেতে যথাক্রমে ১.৫ ফুট এবং ১.৪ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। সান ফ্রানসিস্কোর বে এলাকা, ওরেগন উপকূল এবং ওয়াশিংটন উপকূলেও জারি করা হয়েছে সুনামি-সংক্রান্ত সতর্কতা। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস সাধারণ মানুষকে উপকূলীয় এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন ভানুয়াটু, পাপুয়া নিউগিনি এবং সলোমন দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে। নির্দেশ দেওয়া হয়েছে উপকূল এলাকার বাসিন্দারা যেন সতর্ক থাকেন এবং কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে যেন সঙ্গে সঙ্গে উঁচু জায়গায় চলে যান।
Leave feedback about this