জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যার হাত ধরে রাজ্যে উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে অজস্র প্রতিকূলতার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল রামঠাকুর কলেজ ,সেই সমাজ প্রেমী স্বর্গীয় প্রমোদ রঞ্জন ভট্ট চৌধুরীর নামে বৃহস্পতিবার রাম ঠাকুর কলেজে প্রমোদ মুক্ত মঞ্চের উদ্বোধন হলো। এই মুক্ত মঞ্চের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই উপলক্ষে রাম ঠাকুর কলেজের ছাত্রছাত্রীরা এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। রাজ্যে ষাটের দশকের শেষ দিকে বিশিষ্ট শিক্ষা প্রেমী ও সমাজসেবী প্রমোজ রঞ্জন ভট্ট চৌধুরীর হাত ধরে রামঠাকুর কলেজের পথ চলা শুরু হয়েছিল।
মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রমোদ রঞ্জন ভট্ট চৌধুরীর নামে মুক্তমঞ্চ করল রাম ঠাকুর কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এই প্রমোদ মুক্ত মঞ্চের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার ,আগরতলা পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,রাম ঠাকুর কলেজের প্রাক্তন অধ্যক্ষা ডাঃ চিত্রা পাল সহ অন্যান্যরা।
এদিন প্রমোদ মুক্ত মঞ্চ উদ্বোধন উপলক্ষে রাম ঠাকুর কলেজের ছাত্রছাত্রীরা এক রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী রামঠাকুর কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের ভুয়সি প্রশংসা করেন।
তিনি জানান, রক্তের কোন বিকল্প হয়নি। তাই আমার থেকে আপনার ,আপনার থেকে অন্য কারোর -এভাবেই রক্তের প্রয়োজনীয়তা মেটাতে হবে ।তিনি জানান ,রক্তদানের ক্ষেত্রে রাজ্য দেশের মধ্যে একটি বিশেষ স্থানে রয়েছে ।মন্ত্রী বলেন, রক্তদান মহৎ দান।
কিন্তু এই মহৎ কাজে অনেকেরই ভয়-ভীতি রয়েছে। এই রক্তদান শিবিরে কলেজের যে সমস্ত ছাত্রীরা রক্ত দিলেন তাদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন ,মহিলারা রক্তদানে এগিয়ে এসেছেন ।এর থেকে বোঝা যায় সামাজিক দায়িত্ব সম্পর্কে তারা কতটা অকিবহাল।
প্রসঙ্গত উল্লেখ্য যে রাজধানীর টাউন প্রতাপগড় এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষা প্রেমী ছিলেন প্রমোদ রঞ্জন ভট্ট চৌধুরী। তার হাত ধরেই পথ চলা শুরু হয় রামঠাকুর উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রামঠাকুর উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয় ।পরে তিনি রামঠাকুর বয়েজ স্কুলের সাথেই রামঠাকুর কলেজ স্থাপন করেছিলেন যা পরবর্তী সময়ে বাধারঘাটে স্থানান্তরিত হয়।
রাজ্যে আরো কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও স্বর্গীয় প্রমোদ রঞ্জন ভট্ট চৌধুরীর বিশেষ অবদান রয়েছে। টাউন প্রতাপগড়ে রামঠাকুর আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এই সমাজসেবী প্রমোজ রঞ্জন ভট্ট চৌধুরী ,যা বর্তমানে রামচন্দ্র দেবের সমবেত উৎসব মন্দির নামে পরিচিত।
Leave feedback about this