জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুষ্কৃতিকারীদের হাত থেকে এবার রেহাই পাচ্ছেনা চার চাকার গাড়ির মালিকেরাও। রাতের আঁধারে নির্জনতার সুযোগে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা প্রায় সময় রাস্তার পাশে রাখা গাড়িতে হামলা সংঘটিত করে চলেছে। আগরতলা জগন্নাথ বাড়ি এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী। সেদিনের ঘটনার রেশ কেটে না উঠতেই, ফের আরো একবার এধরনের ঘটনা উঠে এলো জনসম্মুখে। এবারের ঘটনা আগরতলা ধলেশ্বর দেবেেন্দ্র রোড এলাকায়। বুধবার রাতে দুষ্কৃতিকারীরা রাস্তার পাশে রাখা একটি চার চাকার গাড়িতে ভাঙচুর চালায়। এতে ব্যাপক ক্ষতি হয় গাড়িটি। বৃহস্পতিবার সকালে গাড়ির মালিক ঘটনাস্থলে এসে প্রত্যক্ষ করেন এই ভাঙচুরের ঘটনা। নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চার চাকার গাড়িতে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনাকে ঘিরে এলাকার অন্যান্য নাগরিকদের মধ্যেও চাঞ্চল্য দেখা দেয়। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক বিশ্বজিৎ রায় জানান প্রতিদিনের মতো গতকাল রাতেও সেখানে গাড়ি রেখে তিনি বাড়ি চলে যান। সকালে এসে প্রত্যক্ষ করেন এই ঘটনা। তিনি রাজ্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের।
Leave feedback about this