2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

রাজ শাসনের নামে অপপ্রচার চালিয়ে গিয়েছিল বামফ্রন্টের নেতা-মন্ত্রীরা : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামফ্রন্ট সরকারের আমলে রাজ আমলকে পুরো চাপা দেওয়ার চেষ্টা চলছিল। রাজ শাসনের নামে অপপ্রচার চালিয়ে গিয়েছিল বামফ্রন্টের নেতা-মন্ত্রীরা। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ পরিবার এবং রাজআমল তার হারানো গৌরব ফিরে পেয়েছে। বর্তমান সরকার রাজ ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানিয়ে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫ তম জন্মদিন উপলক্ষে আগরতলা মহারাজা বীর বিক্রম চৌমুহনীতে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সহ অন্যান্যরা। এদিন জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে উপজাতিদের চিরাচরিত পোশাক পরিহিত বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহারাজার চিন্তাধারা ও ভাবভঙ্গিকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেছে। শোভাযাত্রা শেষে জনজাতি অংশের মানুষ রাজ শ্মশান ঘাটে পুষ্পর্গ অর্পণ করে মহারাজকে স্মরণ করেন। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ ইতিহাস তুলে ধরেন। বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। তার রাজত্বে রাজ্যে ব্যাপক হারে শিক্ষার সম্প্রসারণ হয়েছে। আগরতলা শহরকে মনের মত করে সাজাতে চেয়েছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। অথচ বিগত বামফ্রন্ট সরকারের আমলে রাজ আমলের সমস্ত কিছু ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। উল্টো রাজ পরিবারের প্রতি সবসময় অপপ্রচার চালিয়ে যেত। যাতে করে এই রাজ্যের উপজাতিদের মধ্যে রাজ পরিবারের প্রতি বিদ্বেষ চলে আসে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service