2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাতের আঁধারে ভাঙচুর ৩ক্ষুদ্র ফুটপাত ব্যবসায়ীর দোকান

জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- শনিবার রাতের আঁধারে কোন এক সময় দুষ্কৃতিকারীদের দ্বারা ভাঙচুর ৩ টি ক্ষুদ্র ফুটপাত ব্যবসায়ীর দোকান, ঘটনা তেলিয়ামুড়ায় । ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের নাকের ডগায়-ই রাতের অন্ধকারে কিভাবে এই ৩ টি দোকানে ভাঙচুর চালায় এ নিয়ে তেলিয়ামুড়ার সাধারণ মানুষের মনে প্রশ্নের উঁকি দিতে শুরু করেছে পুলিশ বাবুদের ভূমিকা নিয়ে । আরও জানা যায়, তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী, সেখানেই ছোট একটি পানের দোকান রামকৃষ্ণ রায়ের । সেই দোকানের পানের খিলি বিক্রি করে সংসার প্রতিপালন করে আসছে দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ রায় । সেই দোকানটিও ভাঙচুর করায় অনেক ক্ষতির সম্মুখীন ওই ক্ষুদ্র ব্যবসায়ী । শুধু তাই নয় ওই রাতে তেলিয়ামুড়া থানা থেকে ৫০ গজ দূরত্বের মধ্যে স্টেট ব্যাঙ্ক-র কাছাকাছি জাতীয় সড়কের পাশে অবস্থিত আরও একটি পানের দোকান এবং একটি চা-র স্টলও ভাঙচুর চালায় দুস্কৃতিকারীরা । এই ঘটনা নিয়ে গোটা তেলিয়ামুড়া শহরজুড়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service