জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হয় এক উপজাতি যুবক । ঘটনা তৈদু থানাধীন বাতাপারা-র গভীর জঙ্গলে, গতকাল তথা শনিবার বিকাল আনুমানিক ৩ টা ৩০ মিনিট নাগাদ । ভাল্লুকের দাঁতের কামড়ে গুরতর আহত ওই উপজাতি যুবকের নাম জিতেন রিয়াং (২৭) । বাড়ি তৈদু থানাধীন সিংলোম এলাকার বাসিন্দা সে । ঘটনার বিবরণে জানা যায়, জিতেন রিয়াং এবং রাইখোসাং দুই ভাই মিলে বাতা-পাড়ার গভীর জঙ্গলে যায় বাঁশ আনার জন্য গতকাল তথা শনিবার ভোররাতে । কিন্তু পরন্ত বেলায় হঠাৎ বিকাল আনুমানিক ৩ টা নাগাদ তাদের সঙ্গে জঙ্গলে থাকা একটি কুকুর চিৎকার করে ছোটাছুটি করতে থাকে । ঠিক সেইসময় তেমন কিছু একটা বুঝে ওঠার আগেই সেই বাতাপাড়ার গভীর জঙ্গলে একটি কালো রঙের জংলি ভাল্লুক তীব্র বেগে ক্ষেপে দৌড়ে এসে জিতেন রিয়াং (২৭) কে আক্রমণ করে বসে । সঙ্গে সঙ্গেই জিতেন রিয়াং ভাল্লুকের ওই দাঁতের কামড়ে গুরুতর অবস্থায় আহত হয়ে অচৈতন্য হয়ে পড়ে থাকে ঘটনাস্থলে । ঠিক সেই সময় অন্যদিকে জিতেনের সঙ্গে থাকা তার ভাই রাইখোসাং রিয়াং জঙ্গল থেকে দৌড়ে পালিয়ে যায় । পরবর্তীতে ভাই রাইখোসাং এই খবর সিংলোম এলাকায় গিয়ে দিতেই এবং এই খবর সিংলোম এলাকায় চাউর হতেই সিংলোম এলাকার মানুষজন বাতা-পারা জঙ্গলে ছুঁটে যায় । এলাকাবাসী জঙ্গলে গিয়ে আহত জিতেন রিয়াং কে তড়িঘড়ি করে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে আহত জিতেন রিয়াং (২৭) তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
রাজ্য
ভাল্লুকের কামড়ে গুরুতর আহত এক উপজাতি যুবক
- by janatar kalam
- 2020-10-04
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this