2024-12-19
agartala,tripura
রাজ্য

সাইকেল সহ মোট চারটি কাঠ বোঝাই সাইকেল উদ্ধার

জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- রবিবার সাত-সকালে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া দুইটি জায়গা থেকে দুইটি চুড়াই কাঠের সাইকেল সহ মোট চারটি কাঠ বোঝাই সাইকেল ধরতে সক্ষম হয় তেলিয়ামুড়ার রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ । যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা হবে বলে জানান রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ । রেঞ্জ অফিসার আরও বলেন যে চারটি সাইকেলের মধ্যে দুইটি সাইকেল ধরে তেলিয়ামুড়া পুর পরিষদের সামনে থেকে আর দুইটি আটক করে জুমবাড়ি যাওয়ার পথে বালুছড়া এলাকায় । রেঞ্জ অফিসার সাইকেল সহ কাঠ ধরতে সক্ষম হলেও কিন্তুু সাইকেলের মালিক সাইকেল সমেত কাঠ ফেলে পালিয়ে যায় বলে জানান রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service