সমস্ত কৃষকবন্ধুদের কে সিসি আওতায় নিয়ে আনার উদ্দেশ্যে কেন্দ্রীয় কৃষি ও কৃষাণ কল্যাণ মন্ত্রকের উদ্যোগে পশ্চিম জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক হয় । উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন এ ডি এম তপন কুমার দাস, ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার দীপঙ্কর দে সহ অন্যান্য আধিকারিকরা । এদিনের বৈঠকে এ ডি এম তপন কুমার দাস বলেন জেলা এবং রাজ্যের যেসব কৃষকরা পি এম কিষানের সুবিধা পেয়েছেন তাদের সকলকে কেসিসি লোণের আওতায় আনা হল বর্তমান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মূল লক্ষ । পাশাপাশি তিনি বলেন এই লক্ষকে পূরণ করার ক্ষেত্রে প্রত্যেকটি জেলাকে নিজস্বভাবে উদ্যোগ নিতে হবে বলে জানান এবং আধিকারিকরা কিষান ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা সাংবাদিকদের সামনে তুলে ধরেন ।
janatar kalam Home রাজ্য কৃষকবন্ধুদের সাহাযার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে চালু হল কিষান ক্রেডিট কার্ড
Leave feedback about this