জনতার কলম, এিপুরা,বিশালগড় প্রতিনিধি :- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎকর্মীর ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর এলাকায় যুকের নাম সুসান্ত গোশ্বামী বয়স ৩৬ পিতা দেবব্রত গুশামী বাড়ি সোভাপুর। ঘটনার বিবরণে জানা যায় সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর নিকট থাকা ট্রান্সফর্মার টি দীর্ঘ দিন ধরে খারাপ অবস্থা ছিল সেইটি ঠিক করতে এসে আজ বিদ্রুৎ স্পষ্ট হয়ে মারা যায় সে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় মৃত দেহটিক।
রাজ্য
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎকর্মীর
- by janatar kalam
- 2020-10-03
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this