2024-12-18
agartala,tripura
রাজ্য

অসম পু‌লি‌শের হা‌তে আটক রাজ্যের দুই এ‌টিএম প্রতারক

জনতার কলম, এিপুরা,চুড়াইবাড়ি প্রতিনিধি :- অসম পু‌লি‌শের হা‌তে আটক রাজ্যের দুই এ‌টিএম প্রতারক।গোপন সূত্রের ভিত্তিতে আজ পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার পুলিশ পাথারকান্দি এস‌বিআই এটিএম কাউন্টার থেকে দুই এটিএম প্রতারক‌কে হা‌তেনা‌তে পাকড়াও করেছে।পু‌লিশ আজই এদেরকে আদালতে সোর্পদ করলে তা‌দের ঠাঁই হয় জেল হাজ‌তে।অসম পুলিশ ধৃতের বিরুদ্ধে প্রতারণা জ‌নিত মামলা নথিভুক্ত করে‌ছে।ধৃত দুই অপরাধীদের মধ্যে একজন হল হাসান আলী (২৪)।পিতার মৃত নাজিব আলী।বাড়ি উত্তরের চুরাইবাড়ি থানাধীন বাঘন এলাকায়।এবং অপরজন ফরমুজ আলী (১৮)।পিতার হিফজুর রহমান।বাড়ি একই এলাকায়।পুলিশ এদের কাছ থেকে বেশকটি এটিএম কার্ড, নগদ সাত হাজার টাকা সহ দুটো মোবাইল সেট জব্দ করে‌ছে।অসম পুলিশের স্বীকারোক্তিতে ধৃতরা তাঁদের অপরাধের কথা অকপ‌টে স্বীকারও করেছে।সেই মর্মে পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫৪/২০২০(ইউ)(এস) (৪২০)/(‌৩৭৯)/(৪১৩)/(‌৩৪) আইপিসি ধারায় প্রতারনার মামলা নথিভুক্ত করেছে।এ ম‌র্মে থানার ইন্সপেক্টর ওসি তানবীর আহমদ জানান যে ধৃত প্রতারকরা ত্রিপুরার বিভিন্ন জেলায় এ ধরণের অপরাধ সংগঠিত করে এবার অস‌মে পাড়ি জ‌মিয়ে পাথারকা‌ন্দি‌তে ঘা‌টি গড়ার উ‌দ্দে‌শ্যে ছিল।ওরা এ‌টিএম কাউন্টা‌রের ভি‌ড়ে সাধারণ মানুষ‌কে সাহা‌য্যের নাম ক‌রে কার্ড বদল ক‌রে প‌রে বদলকৃত কার্ডের মাধ‌্যমে জনগ‌নের টাকা হা‌তি‌য়ে নি‌চ্ছিল।এ‌দের বিরু‌দ্ধে স্থানীয় থানায় আ‌জির উ‌দ্দিন না‌মে এক ব‌্যক্তি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।এবং ত্রিপুরার বিভিন্ন থানায়ও এদের বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service