2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে সিপিআইএম

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই, গত 31 মার্চ যেসব ঘটনা গুলো রাজ্যে ঘটেছে সেগুলো খুবই নিন্দনীয় রাজ্যের জনগণ খুবই অস্বস্তিতে দিন কাটাচ্ছেন। সিপিআইএম নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উপর আক্রমন ক্রমাগত চলছে দলীয় অফিস বাড়িঘর লুট করা হয়েছে রাবার বাগান থেকে শুরু করে হিংসাত্মক অপরাধ করে চলছে এসব ব্যাপারে এফ আই আর করা হলেও পুলিশ কোন ক্ষেত্রে একজন আসামীকে গ্রেপ্তার করছেন না। শনিবার আগরতলার মেলার মাঠ স্থিত সিপিআইএম এর দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাস ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি জীতেন্দ্র চৌধুরী। সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক গৌতম দাস জানান রাজ্যে নতুন সরকার আসার পর যে ধরনের হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে সেগুলোর উপর পুলিশ প্রশাসন কোনরকম পদক্ষেপ নিচ্ছেন না এমনকি বিরোধীদলের দলীয় অফিস ভাঙচুর নেতাকর্মীদের মারপিটের ঘটনায় থানায় এফআইআর করা হলো পুলিশ কিন্তু সদর্থক ভূমিকা পালন করছেন না উল্টো বিজেপি লোকদের দ্বারা এফআইআর দায়ের করা মামলাগুলোর নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হেনস্তা করছেন। রাজ্যের চলমান পরিস্থিতির পুরোপুরি প্রেক্ষাপট তুলে ধরেন ভারপ্রাপ্ত পুলিশের নিকট। নারীদের উপর ভয় ভীতি এবং আক্রমণের শিকার বিরোধী দলের কর্মীদের ওপর ক্রমাগত বেড়েই চলছে এই বিষয়গুলো পুলিশের নিয়েছেন পুলিশ এফেয়ার নিচ্ছেন না যেই জায়গায় উচ্চ আদালত নির্দেশ দিচ্ছেন এফেয়ার করার জন্য সে জায়গায় পুলিশ এফেয়ার নিচ্ছেন না কেন এ নির্বাচনে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে তার জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থার দাবি তোলেন রাজ্য সম্পাদক গৌতম দাস। তাছাড়া বর্তমানে এখনও বিরোধী দলের কয়েকটা দলীয় অফিস খোলা যাচ্ছে না সে পার্টি অফিস খোলার ব্যবস্থা করা করে দেওয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ দাবি করেন। তাঁর সাথে সাথে আরও জানান রাজ্যে বর্তমান বলছে আইনের শাসন চলছে কিন্তু বর্তমান শাসক দলের নেতাকর্মীরা এই আইনের শাসনকে পাত্তা না দিয়ে তার এই রাজত্ব করে চলছেন এমন পরিস্থিতিতে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি যাতে না হয়ে ওঠে। বিরোধী দল যাতে সব ধরনের মিছিল মিটিং সভা করতে গেলে নিরাপত্তা ব্যবস্থা করা দাবী জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service