জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- উত্তর প্রদেশে ১৯ বছরের একটি মেয়েকে ধর্ষনের পর হত্যা করা হয়, তারপর এই ঘটনার সাথে শাসক দলের ক্যাডারদের জড়িত থাকার সন্দেহে অভিযুক্তদের বাচানোর উদ্দ্যেশে যোগী সরকারের সহযোগীতায় প্রশাসন মেয়েটির মৃতদেহটিকে পুড়িয়ে ফেলে। এই ঘটনার খবর পেয়ে যখন রাহুল গান্ধী ও প্রিয়ংকা গান্ধী মেয়েটির বাড়ি পরিদর্শনে যান তখন যোগী আদিত্য নাথের পুলিশ বাহিনী রাহুল গান্ধিকে শারিরীকভাবে হেনস্তা করা হয় বলে জানান কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস। তারই পরিপ্রেক্ষিতে আজ সদর জেলা যুব কংগ্রেসের সভাপতি অনির্বান সাহার উদোগ্যে পীযুষ বিশ্বাস এর উপস্থিতি তে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচী, এই কর্মসূচী থেকে দোষীদের কঠোর শাস্তির দাবিসহ যোগী সরকারের পদত্যাগ দাবি করেন কংগ্রেস কর্মী সমর্থকরা।
রাজ্য
যোগী আদিত্য নাথের সরকারকে নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন সদর জেলা যুব কংগ্রেসের
- by janatar kalam
- 2020-10-01
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this