2024-12-18
agartala,tripura
রাজ্য

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গণধর্না মাতাবাড়ি ব্লক কংগ্রেসের

জনতার কলম এিপুরা,উদয়পুর প্রতিনিধিবুধ:- বুধবার মাতাবাড়ি ব্লক কংগ্রেসের তরফ থেকে চন্দ্রপুর উমেশ ব্যানার্জি স্মৃতি ভবনের সামনে মোদি সরকারের কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক গণধর্না দেওয়া হয়। এই গণধর্নায় উপস্থিত ছিলেন মাতাবাড়ি ব্লক সভাপতি উত্তম দে কংগ্রেস বিজিত পার্থি অভিজিৎ সরকার জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস। প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ কংগ্রেসের একঝাঁক নেতা সহ বহু কংগ্রেস কর্মীরা গণধর্না অংশ নেন । কংগ্রেস এর গণধর্নায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service