2024-12-19
agartala,tripura
রাজ্য

সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ডেপুটেশন

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি:- সরকারী নির্দেশ অমান্য করে উদয়পুরে দেদার চলছে প্রাইভেট টিউশন বাণিজ্য l উদয়পুর এনএমপ্লয়ী এসোসিয়েশন আজ গোমতী জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছে l এসোসিয়শন সভাপতি সরিফ আহমেদ জানান, উদয়পুর শহরের বেশ কয়েকটি সরকারী স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন l গত 21 সেপ্টেম্বর 12 জনের একটি তালিকা তুলে দিয়ে প্রাইভেট টিউশন যারা করছেন তাদের বিরুদ্ধে দপ্তরের কোন ভূমিকা নেই l আজ আবার ৫ জনের একটি প্রতিনিধি মূলক ডেপুটেশন দিয়েছে l জেলা শিক্ষা আধিকারিক জানান, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে জানিয়ে দেওয়া হয়েছে l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service