2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাস্তাঘাট পানীয় জল সহ মানুষের নিত্যদিনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দাবীতে সিপিআইএম

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে রাজ্যের নানা ধরনের উন্নয়নমূলক কাজের বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও কোন হেলদোল নেই সরকারের এমনেই চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দল সিপিআইএমের। তাদের বক্তব্য বিজেপি সরকার রাজ্যের রাস্তাঘাট পানীয় জল সহ মানুষের নিত্যদিনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সেগুলিকে লাটে তুলে রেখেছেন বলে। তাছাড়া সিপিআইএম দলের অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্কার নেই, মরণফাঁদে পরিনত স্মার্ট সিটি আগরতলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো তার মধ্যে মঠ চৌমুনী থেকে কলেজে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এলাকার রাস্তা হওয়ার পরও রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে । সেই রাস্তাটি দ্রুত সারাইয়ের দাবিতে কলেজ রোডে বিক্ষোভ প্রদর্শন করেন এরা। পাশাপাশি এই দাবি নিয়ে পি ডব্লু ডি দপ্তরের এস ডি ও এর কাছে ডেপুটেশনে মিলিত হবেন বলে জানান প্রাক্তন ডি ওয়াই এফ আই সম্পাদক অমল চক্রবর্তী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service