জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলাঃ- ভারতীয় সংবিধানের 2 এবং 3 নং ধারা মোতাবেক বর্তমান এডিসি এরিয়ার উপর ভিত্তি করে ত্রিপরাসাদের জন্য ত্রিপুরাহা রাজ্য গঠন করে পূর্ণ রাজনৈতিক ক্ষমতা প্রদান করতে হবে। এ ডি সি এরিয়া কে কেন্দ্র করে প্রভার ভিত্তিক ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে ত্রিপরাসা বেকার যুবক-যুবতীদের চাকরী প্রদান করতে হবে। এ ডি বি ই গঠন করে এ ডি সি র এলাকার বাস্তব অবস্থার নিরিখে শিল্পনীতির রূপরেখা নির্ধারণ করতে হবে। সোমবার আগরতলার প্রেসক্লাবে আইপিএফটি ত্রিপুরা হা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি ত্রিপুরাহা সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা সভাপতিসহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পাদক বিনয় দেববর্মা জানান বর্তমান বিজেপি পরিচালিত জোট সরকারের জোট সঙ্গী আইপিএফটি যে সব ষড়যন্ত্রে আদর্শবাদী ও আসল ত্রিপুরা দাবি-দাওয়া হতাশায় নিরাশায় দিশেহারা হয়ে বাড়িতে নিষ্ক্রিয় হয়ে বসে আছে তাদের সঙ্গে নিবিড় যোগাযোগের ব্যবস্থা করা হবে এবং সকলের পরামর্শক্রমে অতি শীঘ্রই ত্রিপুরা হাদের দাবিতে গণতান্ত্রিক আন্দোলন করা হবে বলে জানান।এদিনের সাংবাদিক সম্মেলনে আইপিএফটি ত্রিপুরাহা মোট পাঁচ দফা দাবি নিয়ে সরকারের দিকে দৃষ্টিপাত করেন অতিসত্বর এই দাবি পূরণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান।
রাজ্য
পাচ দফা দাবি নিয়ে সাংবাদিক বৈঠকে আই পি এফ টি তিপ্রাহা
- by janatar kalam
- 2020-09-28
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this