কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি:- 2011 সালে তৎকালীন বামফ্রন্ট আমলে পর্যটনের উদ্দেশ্যে গড়ে ওঠা উদয়পুর মহাকুমাধীন বনদোয়ার স্থিত গেস্টহাউসটি পরিচর্যার অভাবে বর্তমানে বেহাল দশায় পরিণত।উল্লেখ্য, 2011 সালে অর্থাৎ আজ থেকে 9 বছর পূর্বে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে ছোট্ট একটি টিলাভূমির উপর কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই গেস্ট হাউসটি।2011 সালের জুন মাসে তৎকালীন রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান কেশব মজুমদার এর হাত ধরে এটি পথ চলা শুরু করেছিল।এরপর 2018 সালে রাজ্য রাজনীতিতে পালাবদল হয়।রাজ্যে প্রথমবারের মতন ক্ষমতা দখল করে বিজেপি, আইপিএফটি জোট সরকার।অভিযোগ, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আর নজর দেওয়া হয়নি কোটি টাকা ব্যয় করে নির্মিত এই গেস্ট হাউসটির দিকে।ফলে নেশা এবং জোয়ার আঁতুড়ঘরে পরিণত হয়েছে এই গেস্ট হাউসটি।বিশ্বস্ত সূত্রে জানা যায় স্থানটি নির্জন এবং আশেপাশে কোন বাড়িঘর না থাকার ফলে রাত হলেই স্থানটিতে ঘোলাজলের রমরমা ব্যবসা এবং জোয়ার আসর বসায় কতিপয় কিছু যুবক।তারপরেও দপ্তর নীরব দর্শকের ভূমিকায়।এখন এলাকাবাসীদের দাবি, গেস্ট হাউসটির সৌন্দর্য অক্ষুন্ন রাখতে এবং পুনরায় চালু করতে সরকার এবং দপ্তর সচেষ্ট হোক।
রাজ্য
পরিচর্যার অভাবে বর্তমানে বেহাল দশায় পরিণত বনদোয়ার স্থিত গেস্টহাউস
- by janatar kalam
- 2020-09-27
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this