জনতার কলম, এিপুরা, প্রতিনিধি :- রাত পোহালেই দেব শিল্পী বিশ্বকর্মা পূজা l এই করোনা পরিস্থিতে মৃৎ শিল্পীদের মাথায় হাত l অন্যান্য বছরের ন্যায় এবছরও এই পূজার আয়োজন চলছে সারা রাজ্যে l সরকারী বিধি মেনেই চলছে এই আয়োজন l তবে পূজার আগে বাজার খুবই মন্দা l মৃৎ শিল্পীরা এবছর সঠিক মূল্য পাচ্ছেনা l তারা আর্থিক ভাবে ক্ষতির শিকার l ক্রেতারা মূর্তি কিনতে খুবই কম দাম দিচ্ছে l এতে মূর্তি তৈরির খরচ উঠছেনা l গতকাল থেকে মেলাঘরের এক মৃৎ শিল্পী দেবী বিশ্বকর্মার মূর্তি নিয়ে হাজির l সব মিলিয়ে আর্থিক ভাবে ক্ষতির মুখে তারা l কিন্তু উল্টো দিকে পূজা উপলক্ষ্যে ফলের বাজার উর্ধমুখী l সাধারণ মানুষের পকেট কাটছে দোকানিরা l এই নিয়ে ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ l
রাজ্য
রাত পোহালেই দেব শিল্পীর পূজার্চনা ,করোনা আবহে মৃৎ শিল্পীদের মাথায় হাত
- by janatar kalam
- 2020-09-16
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this