2024-12-20
agartala,tripura
রাজ্য

করোনা পরিস্থিতি সজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী: যে কোনো মূল্যে পরিষেবা নিশ্চিত করার আদেশ

জনতার কলম ত্রিপুরা,আমবাসা,প্রতিনিধি :- সঠিক দায়িত্ত্ব পালন করা এবং গুনগত মান বজায় রেখে আক্রান্তদের পরিষেবা নিশ্চিত করার কড়া বার্তা দিয়ে আমলা আধিকারিকদের কার্যত চরম সতর্কবার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমবাসায় করোনা পরিস্থিতি ক্রমেই বেলাগাম হয়ে উঠছে। ইতোমধ্যে ধলাই জেলায় সরকারি অ্যাম্বুলেন্স এ এক করোনা পজিটিভ রোগীর মৃত্যু কে ঘিরে আরো জটিল হয়েছে পরিস্থিতি। সরাসরি কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে সরকারি আমলাদের দিকে। এ অবস্থায় বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য ক্যাবিনেটের কলিগ খাদ্য ও ক্রীড়া দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব কে সঙ্গে নিয়ে জেলার দুটি কোভিড কেয়ার সেন্টার পি আর টি আই ও আমবাসা পরিদর্শন করেন । কথা বার্তা বলেন রোগীদের সঙ্গে । তিনি বলেন, “এখানের রোগীদের যাতে আগরতলা যেতে না হয় সেজন্য এখানেই সর্বোত ব্যবস্থা ওপরিষেবা নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া জেলা হাসপাতালে নষ্ট যন্ত্রপাতি গুলো অতি দ্রুত ঠিক করা হবে । রাজ্য সরকার প্রত্যেক রাজ্যবাসীর জন্য সর্বোচ্চ পরিষেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ”। মুখ্যমন্ত্রী এর আগে জেল শাসক অফিস র কনফারেন্স হলে গুরুত্ত্বপূর্ণ বৈঠক করেন জেলার আমলা আধিকারিক সহ জেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে।বৈঠক শেষে আমবাসা টাউন হলে দলীয় কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সম্ভবত আসন্ন এডিসি ভোট ও পুর ভোটের রণ কৌশল নির্ধারণে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবারই সম্ভবত প্রথম বিজেপি শাসিত ত্রিপুরায় আঞ্চলিক সংস্থাগুলোর ভোট হতে যাচ্ছে। এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খোয়াই যান মুখ্যমন্ত্রী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service