2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দুষ্কৃতী দ্বারা রাতের আঁধারে নষ্ট করা হল একাধিক কৃষকের কৃষিজ ফসল

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- গভীর রাতে উদয়পুর মহাকুমাধীন খুপিলং এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বিকেলে কৃষকরা চাষাবাদ শেষে বাড়িতে ফিরে আসে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে রাতের আধারে জিঙ্গা, উস্তা এবং বেগুন গাছ নষ্ট করে দেয় দুষ্কৃতীরা।এদিন সকালে কৃষকরা জমিতে কাজ করতে গেলেই তাদের মাথায় হাত।স্বপ্ন দিয়ে একটু একটু করে গড়া তাদের ফসলগুলো নিষ্প্রাণ এবং ধুলিস্যাৎ।তাদের অভিযোগ এর আগেও একবার উপজাতি কয়েকজন উশৃংখল যুবক মিলে তাদের ফসল নষ্ট করে দেয় তখন কিল্লা থানায় লিখিতভাবে বিষয়টি জানানো হয় কিন্তু প্রশাসনিক তরফে কোনোও সাহায্য মেলেনি কৃষকদের।এখন প্রশ্ন হল, যে কৃষকরা সকলের মুখে অন্ন জোগায় তাদেরকেই যদি সর্বস্বান্ত করার চেষ্টা করা হয় তখন তারা যাবে কোথায়।এখন দেখার কৃষকদের সাহায্যার্থে প্রশাসন কী ভূমিকা গ্রহণ করে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service