জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মন্থর গতিতে চলছে আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতাভুক্ত জগন্নাথ বাড়ি পার্ক প্রকল্পের কাজ চলাকালীন সময়ে পরিদর্শনে এসে কর্মীদেরকে একপ্রকার হুংকার দিলেন নবনির্বাচিত জেলা শাসক শৈলেশ কুমার যাদব। প্রকল্পের কাজ সম্পন্ন করে চলতি মাসের মধ্যেই হস্তান্তর করার কথা থাকলেও তারিখটি পিছানোর পাশাপাশি প্রকল্পের কাজ এখন পর্যন্ত ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং বাকি ৩০ শতাংশ ৭০% সম্পন্ন হয়েছে এবং বাকি ৩০ শতাংশ সম্পন্ন হতে হতে নভেম্বর মাস অবধি গড়াতে পারে বলে জানালেন শ্রমিকরা৷ স্মার্ট সিটি প্রকল্পের আওতাধীন জগন্নাথ বাড়ি পার্কের পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গা প্রকল্পের কাজের ক্ষেত্রেও একই রকম চিত্র পরিলক্ষিত হল। জেলাশাসক শৈলেশ কুমার যাদব চাইছেন এই প্রকল্পে কাজ দ্রুত সম্পন্ন করে জনগণের স্বার্থে উন্মুক্ত করে দেওয়ার জন্য তাই প্রকল্পের কাজের ঠিকাদার গুলিকে একপ্রকার হুঁশিয়ারি দিলেন তিনি। আগরতলা শহরকে স্মার্ট সিটি রূপে ঢেলে সাজানোর যে কাজ হাতে নিয়েছে রাজ্য সরকার তা একমাত্র করোণা আতঙ্কের জন্য থমকে গিয়েছে এই মুহূর্তে যদি করোণা আতঙ্ক না থাকতো তাহলে এই কাজ দ্রুত সম্পন্ন হত বলে ধারণা অভিজ্ঞমহলের।
রাজ্য
মন্থর গতিতে চলছে আগরতলার স্মার্ট সিটি প্রকল্পের কাজ, ক্ষুব্ধ জেলাশাসক
- by janatar kalam
- 2020-09-06
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this