2024-12-16
agartala,tripura
রাজ্য

চাকুরির দাবিতে আন্দোলনে যাচ্ছে ১০৩২৩ জনজাতী অংশের শিক্ষক-শিক্ষিকারা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বর্তমান এই মুহূর্তে ১০৩২৩ শিক্ষক-কর্মচারীদের বেহাল অবস্থা নিয়ে চিন্তিত শিক্ষক-কর্মচারীরা। চাকরীচ্যুত হবার পর থেকেই বিগত পাঁচ মাস ধরে নেই কোনো বেতন ভাতা এরূপ পরিস্থিতিতে কিভাবে চালাবে সংসারের খরচ সন্তানের পড়াশোনার খরচ এবং চিকিৎসা বাবদ খরচ। এর মধ্যে দেশের সর্বোচ্চ আদালত তাদের চাকরি নিয়ে সবুজ সঙ্কেত দিলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হেলদোল পরিলক্ষিত না হওয়ায় এবার নিজেদের দাবি আদায়ে মাঠে নামছে ১০৩২৩ জনজাতি অংশের শিক্ষক-শিক্ষিকারা, রবিবার 5 ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পুণ্য লগ্নে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন ১০৩২৩ এড হক শিক্ষক কর্মচারী সংগঠন। এদেন সংগঠনের নেতৃত্ব রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে জানালেন যে অসহায় হয়ে পেটের তাগিদে আজ তারা পথে নামতে বাধ্য হচ্ছে কেননা সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোন পুষ্টি গ্রহণ দেইনি বলে। তাছাড়া প্রায় ৩৪০০ জনজাতি জনজাতি শিক্ষক-শিক্ষিকারা ২৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের জনজাতি শিক্ষক-শিক্ষিকারা 2323 শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চাকরি পেয়েছিলেন যারা রাজ্যের এই পাহাড় এবং সমতলের শিক্ষাব্যবস্থাকে ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আগামী ১০ বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আগামী ১০ বছরে জনজাতি ভাই ও বোনেরা শিক্ষকতায় এই মাত্রায় যোগদান করতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় কিন্তু প্রথম অবস্থায় খুমুলোঙে জনজাতি এলাকা থেকে শুরু হওয়া আন্দোলনের আগে যদি রাজ্য সরকার তাদের অবস্থান পরিকল্পনা পরিষ্কার না করেন তাহলে এই আন্দোলন শহরমুখী এবং বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service