2024-12-17
agartala,tripura
রাজ্য

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষ শ্রদ্বাঞ্জলি জ্ঞাপন কংগ্রেস নেতা রতন দাসের

জনতার কলম ,ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি :- বাধারঘাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস কমিটির উদ্যোগে প্রয়াত প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষ শ্রদ্বাঞ্জলি জ্ঞাপন ও পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হয় এদিন, উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস এস সি ডিপার্টমেন্টের সহ-সভাপতি, তথা বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ভারতের জাতীয় কংগ্রেসের বিজিত প্রার্থী রতন দাস, প্রদেশ কংগ্রেসের সম্পাদক দিলীপ সুর চৌধুরী, বাধারঘাট ব্লক কংগ্রেসের ওবিসি চেয়ারম্যান সঞ্জিব দেব, কংগ্রেস নেতা তপন দত্ত, প্রমুখ নেতৃবৃন্দ, এদিন এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান থেকে প্রাক্তন রাষ্ট্রপতির জীবনের কৃতি তুলে ধরেন, কংগ্রেস নেতা রতন দাস, তিনি আরো বলেন ভারত রত্ন হিসেবে কংগ্রেসের রাজনীতিতে অনেক সময় কাটিয়েছেন উনি, ভারতের রাজনীতিতে এই ধরণের নেতৃত্বের আগামী দিনে শূন্যস্থান পূরণ করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে বলে তিনি ব্যাক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service