2024-11-17
agartala,tripura
রাজ্য

রাস্তার বেহাল দশায় বিরক্ত তেলিয়ামুড়া এডিসি ভিলেজের চরনমণি পাড়ার লোকজনেরা

জনতার কলম ,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- যোগাযোগ মাধ্যমই হলো যে কোন একটা রাজ্যের উন্নয়নের মূল চাবিকাঠি । আর এই যোগাযোগের মাধ্যম যতটা সুগঠিত ও ভালো হবে এলাকার উন্নয়নের গতিও ততটাই সুদূর প্রসারিত হবে । পাশাপাশি এলাকার মানুষজনের অর্থনৈতিক পরিকাঠামোর মানও অনেকটাই পাল্টে যাবে । কিন্তু বিগত দীর্ঘ ২৫ বছরের বাম জমানায় বাম সরকার ওই সময়ে কতটা উন্নয়নের কাজ করেছে তারই এক বাস্তব চিত্র পাওয়া গেল, তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তগর্ত সর্দু-কর-করী ADC ভিলেজের চরনমণি পাড়া থেকে । উল্লেখ্য, ওই এলাকায় সরকারি অনুদান প্রাপ্ত একটি বিদ্যালয়ও রয়েছে, যার নাম জিত্তন হীল এস.বি স্কুল । ওই এলাকার রাস্তাঘাটের বর্তমানে এতটাই করুন অবস্থা যে পথচারী থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রীরা চলাচল করতে গেলেও বেগ পেতে হয়। ওই চরণমনি পাড়ার রাস্তায় কিছু কিছু অংশে ইট সলিং হলেও রাস্তার অধিকাংশ জায়গায় ইট সলিং পর্যন্তও হয় নি । কাঁচা রাস্তা দিয়েই পথচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচল করতে হচ্ছে নিত্যদিন । তবে বর্ষার মরশুমের দিনগুলিতে ওই রাস্তার অবস্থা করুণ থেকে আরও করুণতর আকার ধারণ করে । উল্লেখ্য, সূত্রে জানা গেছে, ওই রাস্তাটি পূর্ত দপ্তরের অধীনে থাকলেও কোনও এক অজ্ঞাত কারণেই রাস্তাটির বেহাল দশা বর্তমানেও বহাল রয়েছে ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service