জনতার কলম ,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- যোগাযোগ মাধ্যমই হলো যে কোন একটা রাজ্যের উন্নয়নের মূল চাবিকাঠি । আর এই যোগাযোগের মাধ্যম যতটা সুগঠিত ও ভালো হবে এলাকার উন্নয়নের গতিও ততটাই সুদূর প্রসারিত হবে । পাশাপাশি এলাকার মানুষজনের অর্থনৈতিক পরিকাঠামোর মানও অনেকটাই পাল্টে যাবে । কিন্তু বিগত দীর্ঘ ২৫ বছরের বাম জমানায় বাম সরকার ওই সময়ে কতটা উন্নয়নের কাজ করেছে তারই এক বাস্তব চিত্র পাওয়া গেল, তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তগর্ত সর্দু-কর-করী ADC ভিলেজের চরনমণি পাড়া থেকে । উল্লেখ্য, ওই এলাকায় সরকারি অনুদান প্রাপ্ত একটি বিদ্যালয়ও রয়েছে, যার নাম জিত্তন হীল এস.বি স্কুল । ওই এলাকার রাস্তাঘাটের বর্তমানে এতটাই করুন অবস্থা যে পথচারী থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রীরা চলাচল করতে গেলেও বেগ পেতে হয়। ওই চরণমনি পাড়ার রাস্তায় কিছু কিছু অংশে ইট সলিং হলেও রাস্তার অধিকাংশ জায়গায় ইট সলিং পর্যন্তও হয় নি । কাঁচা রাস্তা দিয়েই পথচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচল করতে হচ্ছে নিত্যদিন । তবে বর্ষার মরশুমের দিনগুলিতে ওই রাস্তার অবস্থা করুণ থেকে আরও করুণতর আকার ধারণ করে । উল্লেখ্য, সূত্রে জানা গেছে, ওই রাস্তাটি পূর্ত দপ্তরের অধীনে থাকলেও কোনও এক অজ্ঞাত কারণেই রাস্তাটির বেহাল দশা বর্তমানেও বহাল রয়েছে ।।
রাজ্য
রাস্তার বেহাল দশায় বিরক্ত তেলিয়ামুড়া এডিসি ভিলেজের চরনমণি পাড়ার লোকজনেরা
- by janatar kalam
- 2020-09-01
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this