2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাবারের দুধ বাজারে করা হচ্ছে বিক্রি, প্রশাসন ( ?)

জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- সোমবার সকালে কাকড়াবন সুরেন্দ্রনগরের বাসিন্দা ” অদ্রিতা সাহার স্বামী ” কাকড়াবন বাজার থেকে ৫০ টাকা লিটার করে ১ লিটার দুধ ” এনেছিল বাড়িতে অসুস্থ মাকে খাবারের জন্য । কিন্তু বাড়িতে আনার পর ” যখন দুধ গ্যাসে বসানো হয়েছিল তখন থেকে বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে যায় । দুর্গন্ধ কিছুটা রাবারের গন্ধ পরিনত হয়ে যায় ” তখন দুধের দিকে চেয়ে দেখে সম্পূর্ণ দুধ লাসা জাতীয় হয়ে যায় । তারপর সাথে সাথে দুধগুলিকে অন্য পাত্রে নিলে তা ” রাবার শিট পরিণত হয়ে যায় । এই দেখে আতঙ্ক হয়ে যায় বাড়ির সকলে ” এখন প্রশ্ন হলো এভাবে রাবারের দুধ পরিণত করে বাজারে বিক্রি করা হচ্ছে তা না জেনে । গ্রাহকরা বাড়িতে এনে দুধ ভেবে পান করে কোন খতির মুখে পড়লে পরে তার দায় ভার কে নেবে । এই বিষয় যদি খাদ্য দপ্তর ভূমিকা গ্রহণ না করে । তা হলে তার দায় ভার কে নেবে ?

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service