জনতার কলম,ত্রিপুরা,বিশালগড়,প্রতিনিধি :- বিশালগড় মহাকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকায় বিশালগড় পৌর পরিষদের 1 নং ওয়ার্ডে গত 6 মাস ধরে পৌর পরিষদের সাফাই কর্মী আসছে না যার ফলে পচা দুর্গন্ধে অতিষ্ঠ পথচলতি জনগণ থেকে শুরু করে ওই এলাকার স্থানীয় জনগণের আরও অভিযোগ ওই এলাকার কাউন্সিলার রিঙ্কু দাস কে বেশ কয়েকবার জানানো হলে তিনি দায়সারা ভাবে বিষয়টি এড়িয়ে যান বাধ্য হয়ে আজ সকাল 11 টায় এলাকার সমস্ত জনগণ একত্রিত হয়ে রাস্তা অবরোধে বসে রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে স্থানীয় মেম্বার প্রধানসহ কাউন্সিলর রিংকু দাস কথা বলে অবরোধকারীদের সঙ্গে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং তড়িঘড়ি পৌর পরিষদের সাফাই কর্মীদের কাজে নামানো হয়।
Leave feedback about this