2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পূর্ব দুলুমায় ৯৫ জন ভোটার বিজেপিতে যোগদান

জনতার কলম,ত্রিপুরা,অম্পি ,প্রতিনিধি :- আম্পি বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে গৌমতী ত্রিপুরার দুলুমা গ্রামের অভ্যন্তরীণ আম্পি নগর আসনে একটি সাংগঠনিক কর্মসূচি নেওয়া হয়, যেখানে আইপিএফটি ও সিপিআইএম দল থেকে ২৬ উপজাতি পরিবারের ৯৫জন ভোটার বিজেপি দলে যোগ দান করেন। রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘকালীন বঞ্চনা ও অশান্তির পরে তারা তাদের পরিবার কল্যাণে এগিয়ে যাওয়ার আশায় নতুন এক আশা নিয়ে বিজেপির কাছে আত্মসমর্পণের দৃ সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন, আত্মসমর্পণকারীরা। বর্তমান মন্ডল সভাপতি শিবনাথ জামতিয়া এবং অমর পুর বিএসি চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া নতুন আগতদের স্বাগত জানিয়েছেন এবং শীঘ্রই আসন্ন এডিসি নির্বাচনের জন্য জাফরান পার্টির কর্মী হিসাবে তাদের নতুন দৃষ্টি দিয়ে গ্রহণ করেছেন। নতুন আগতদের উদ্দেশ্যে সঞ্জয় জামটিয়া বলেছিলেন, “বিজেপি দলের সংগঠনের দ্বার সকল ভারতীয় জনগণের জন্য উন্মুক্ত। আমরা সেই সকল লোককে স্বাগত জানাই যে আমাদের দলে যারা দেশবাসীর জন্য পরিশ্রম করার দৃর সংকল্প নিয়েছে আমাদের দলে যোগ দেবে। বিজেপি দল সর্বদা তৎপর থাকে রাজ্যের দারিদ্র্য বিলোপ করে দরিদ্রদের বিভিন্ন ধরণের সরকারী সুযোগ সুবিধা নিষ্পত্তি ও সরবরাহ করুন।আমরা এখানে সাধারণ জনগণের কল্যাণে আছি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service