2024-12-20
agartala,tripura
রাজ্য

মালবাহী ট্রাক গাড়ি থেকে গাজা উদ্ধার করলো পুলিশ

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরা শুধু মুখেই শ্লোগান।আদতে নেশার রমরমা বাণিজ্য চলছে গোটা রাজ্যেই।তবে বিজেপি জোট সরকার প্রতিষ্টিত হবার পর গাজা চাষি ও ব্যবসায়ীদের মাথায় হাত।কয়েকশো কোটি টাকার গাজা আটক হয়েছে ত্রিপুরায়।কানি কানি গাজা বাগান ধ্বংস করা হয়েছে তবুও ত্রিপুরা থেকে এখনো বহিরাজ্যে গাজা পাচার হচ্ছে। ত্রিপুরার প্রবেশপথ চুরাইবাড়িতে TR01H1689 নম্বরের টাটা মালবাহী ডাম্পার গাড়ি থেকে মোট 50 প্যাকেটে 500 কেজি গাঁজা উদ্ধার করে চুড়াইবাড়ি থানা পুলিশ। উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর কাছে খবর ছিল মালবাহী ডাম্পার গাড়িতে গাজা আসবে আগরতলা থেকে। সেই মোতাবেক চুড়াইবাড়ি থানাকে এলাট করে রাখা হয়েছিল।আজ বিকেল ৩টা নাগাদ গাড়িটি যখন চুড়াইবাড়ি থানার সামনে আসে তখন গাড়িটিকে আটক করা হয়। গাড়িটিতে দুইটা নাম্বার প্লেইট ছিল একটা আসামের এবং একটা ত্রিপুরার।নাম্বার গুলি হলো _AS 01 JC_9417 – ও TR01 H-1689 । গাড়ি সহ দুইজনকে আটক করা হয়েছে একজনের নাম সবুজ মিয়া বাড়ি উদয়পুর অন্যজনের নাম সত্তার মিয়া, তার বাড়ি সোনামুড়া। মোট 50 প্যাকেটে 500 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বাজার মূল্য হিসাবে জেলা পুলিশ সুপার 50 লাখ টাকা দাবী করলেও বিশেষ সুত্রের খবর আটক কৃত গাজার মুল্য ২০/ ২৫ লক্ষ টাকা হবে।পুলিশ সুপার গাজার মুল্য কেন এতো বেশি বলছেন উনিও জানেন। তবে পুলিশ সাফল্য পেয়েছে জাতীয় সড়কে এভাবে নজরদারি চালালে পুলিশের হাতে আরো সাফল্য আসতে পারে বলে তথ্য ভিজ্ঞ মহলের ধারণা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service