জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মহামারী করোনাভাইরাস আতঙ্কে সারা ভারত বর্ষ মানুষ আতঙ্কিত সেই জায়গায় দেশের সরকার জয়েন এন্ট্রান্স পরীক্ষা এবং নিট পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাতে দেশের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করছে নিজেদের জীবন বিপদে ফেলে এই মুহূর্তে পরীক্ষায় বসা সম্ভব নয় বলে। এরা সরকারের কাছে আবেদন জানাচ্ছে মহামারী এই পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা হউক বলে। শুক্রবার রাজধানীর পোস্ট অফিস চৌমুনী স্থিত ডাকঘরের সামনে দেশের ছাত্র ছাত্রীদের স্বার্থে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় এই মুহূর্তে কেন্দ্র সরকারের যে জয়েন এন্ট্রান্স পরীক্ষা এবং নিট পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত সেটাকে স্থগিত রাখার দাবি রেখে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
Leave feedback about this