জনতার কলম,এিপুরা,কদমতলা, প্রতিনিধি :- ভাগ্য বদলের আশা নিয়ে দল বদল।কদমতলা ব্লক এলাকার তারকপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের কাত্তিক ভীম, পরিমল ভীম, রঞ্জিত ভীম রা প্রথমে সিপি আইএম তার পর কংগ্রেস দলে সক্রিয় ভাবে কাজ করলেও তাদের ভাগ্যে জুটেনি সরকারি ঘর, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল।বর্তমানে তারকপুর গ্রাম পঞ্চায়েত টি কংগ্রেস দল পরিচালিত। এর আগের ৫ বছর ও কংগ্রেসের দখলে ছিলো গ্রাম পঞ্চায়েত টি।কিন্তূ এই চারটি পরিবারের ভাগ্য আর বদলায় নি।অবশেষে ভাগ্য পরিবর্তনের আশায় শাসক দলে যোগ দিলেন তারা। উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, মন্ডল সভাপতি রাজা ধর প্রমুখরা।কথা দিলেন রাস্তা হবে, ঘর পাবে বিদ্যুৎ লাইন পৌঁছে দেওয়া হবে তাদের ঘরে। সবকা সাথ সাবকা বিকাশ বলে কথা বাদ যাবেনা। আদতে যদি এমন হয় বিজেপি নেতারা যদি কথা রাখেন তাহলে বলা যেতে পারে দল বদলে ভাগ্য বদল হয়েছে তাদের।সুদীর্ঘ বছর ধরে এরা কিন্তু মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এদের নিয়ে রাজনীতি না করাটাই শ্রেয়।এখন দেখার শাসক দলে নাম লিখিয়ে তাদের দাবী কতোখানি পুরণ হয়।
রাজ্য
সিপিআইএম কংগ্রেস ছেড়ে যোগদান বিজেপিতে
- by janatar kalam
- 2020-08-26
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this