2024-12-16
agartala,tripura
রাজ্য

পার্টি থেকে কোনকিছু চাইবেননা, না চাইতেই আপনি আপ সবকিছু পৌঁছে যাবে : মুখ্যমন্ত্রী

৯ বনমালিপুর মণ্ডল কমিটির উদ্যোগে স্থানীয় কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মহাসম্মেলন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা ও শিক্ষামন্ত্রী রতন লাল নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ । এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কার্য্যকর্তাদের উদ্যেশে বলেন এই পার্টি থেকে কোনকিছু চাইবেননা, না চাইতেই আপনি আপ সবকিছু পৌঁছে যাবে এটিই এই পার্টির প্রতিদান নরেন্দ্র ভাই মোদির নিয়ম কানুন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service