জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- সোমবার উদয়পুর জগন্নাথ দিঘীর পাড় স্থিত গোমতী জেলা পরিষদ কার্যালয়ের এক নং কনফারেন্স হলে গোমতী জিলা পরিষদের নির্বাচিত নতুন পরিচালন কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে এগারোটায় প্রদীপ প্রজ্জ্বলন করে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। পাশে ছিলেন গোমতী জেলা শাসক ডঃ তরুণ কান্তি দেবনাথ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, গোমতী জেলা শাসক ডঃ তরুণ কান্তি দেবনাথ, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, অতিরিক্ত জেলা শাসক ডাঃ বিশাল কুমার, গোমতী জেলা পরিষদের সচিব দিলীপ কুমার দেববর্মা, বরিষ্ঠ সাংবাদিক স্বপন ভট্টাচার্য সহ গোমতী জেলা পরিষদের সদস্য সদস্যারা এবং গোমতী জেলার সাংবাদিকরা। এদিন এই বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ সকল নির্বাচিত সদস্যরা। অনুষ্ঠানে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় বিনিময় করার মাধ্যমে গোমতী জেলা পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠান উৎযাপন করার এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান গোমতী জেলার সমস্ত সাংবাদিকরা।
janatar kalam Blog রাজ্য জিলা পরিষদের নির্বাচিত নতুন পরিচালন কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠান গোমতী জেলা পরিষদ কার্যালয়ে
Leave feedback about this