2024-12-20
agartala,tripura
রাজ্য

নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে কৃষি ভবনের আধিকারিকের দ্বারস্থ বাগিচা শ্রমিকরা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বিগত সরকারের আমল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মরত বাগিচা কর্মচারীরা নিজেদের ন্যায্য পাওনা থেকে বিরত রয়েছেন। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তৎকালীন সময়ে পথ অবরোধে মিলিত হয়েছিলেন বাগিচা শ্রমিকরা, তখনকার সময়ে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর তাদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সরকার গঠন হবার আড়াই বছর পেরোলেও কোন ধরনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নিতে দেখা যায়নি, পাশাপাশি রাজ্যে লকডাউন এর মাঝেও যদি কাজ না করে তাদের মজুরি কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। তারই পরিপ্রেক্ষিতে আজ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজ্যের কৃষি ভবনে দ্বারস্থ হন বাগিচা শ্রমিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service