জনতার কলম,এিপুরা, ধর্মনগর, প্রতিনিধি :- শনিবার দুপুরে ধর্মনগর ইয়াকুব নগর পাচ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ির উঠোনে আপন মনে খেলা করছিল 6 বছরের ছোট্ট জাহিদুর উদ্দিন। খেলার ছলে হঠাৎই এক সময় বাড়ি থেকে 50 মিটার দূরে পুকুরের জলে পড়ে যায় জাহিদুর। বাড়িতে তখন মা আসমা বেগম আরেক ছোট সন্তানকে নিয়ে ঘরে ছিলেন। জাহিদুর কে না দেখতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে খোঁজ করতে জলের মধ্যে পড়ে থাকতে দেখেন আসমা বেগম। মায়ের চিৎকারে আশপাশের মানুষ দৌড়ে ছুটে এসে জাহিদুর কে পুকুরের জল থেকে তুলে এনে সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জাহিদুর কে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave feedback about this