2024-12-16
agartala,tripura
রাজ্য

জনজাতি উন্নয়নে কাজ করছে সরকার, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, সংসদ রেবতী কুমার ত্রিপুরা

গতকাল রাজধানীর বিবেকানন্দ ময়দানে আয়োজিত জি এম পি সভা থেকে জনজাতিদের উন্নয়ন ও অধিকার নিয়ে জি এম পি সভাপতি জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারকে যে তোপ দেগেছিলেন তার বিরোধিতা জানিয়ে, রবিবার সদর বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে আয়োজন হয় সংসদ রেবতী কুমার ত্রিপুরার সৌজন্যে । এদিনের বৈঠকে সংসদ রেবতী কুমার ত্রিপুরা জানান রাজ্য সরকার জনজাতি উন্নয়ন, এডিসি উন্নয়ন ও ককবরককে ৮ম তপশীলি অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন দিক দিয়ে কাজ করে চলছে। পাশাপাশি বিরোধীদের আনা অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service