জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আমতলী থানাধিন কাঞ্চন নগর এলাকায় পুকুরে পড়ে মৃত্যু ৬০ বছর বয়সের এক বৃদ্ধের। মৃতের নাম শম্ভু সরকার। ঘটনা সুত্রে জানা যায় শম্ভু সরকার প্রায়ই মদমত্ত অবস্থায় থাকতো এবং পরিবার সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে ছয়টায় শম্ভু সরকার ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেনি পরে এলাকার মহিলারা জল তোলার জন্য পুকুরে আসার পথে শম্ভু সরকারের মৃতদেহ পুকুরে ভাসছে দেখতে পায়। খবর দেওয়া হয় আমতলী থানায় ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত চালাচ্ছে বলে জানায় পুলিশ আধিকারিক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
janatar kalam Blog রাজ্য পুকুরে পড়ে মৃত্যু শম্ভু সরকার নামক 60 বছরের এক বৃদ্ধের ঘটনা আমতলী থানাধীন কাঞ্চন নগর এলাকায়
Leave feedback about this