2024-12-19
agartala,tripura
রাজ্য

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে নামল এলাকার জনগণ

জনতার কলম,ত্রিপুরা,আমবাসা প্রতিনিধি :- আমবাসা আইটিআই কলেজ সংলগ্ন এলাকা থেকে বলরাম বাজার যাওয়ার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। এলাকাবাসীরা চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিল। বর্তমানে কুলাই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমবাসা টু কমলপুর যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করা হচ্ছে। যার ফলে নিত্যদিন রাস্তাটি দিয়ে ছোট থেকে বড় সব গাড়ি যাতায়াত করছে। এতে আরও সমস্যা বেড়ে গেছে। গাড়ি যাতায়াত এর ফলে রাস্তাটির বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। বারবার পূর্ত দপ্তরকে জানালেও কোন সুরাহা মিলেনি। শেষমেষ বাধ্য হয়ে বুধবার এলাকার জনগণ আইটিআই কলেজ সংলগ্ন রাস্তাটি অবরোধে বসে। এলাকাবাসীর দাবি রাস্তা যেন খুব শীঘ্রই পুনরায় মেরামত করা হয়। রাস্তা দিয়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। বুধবার এলাকাবাসীরা রাস্তা অবরোধে বসে। যার ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন। এক সাক্ষাৎকারে একজন এলাকাবাসী জানায় দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তাটির বেহাল অবস্থা, বারবার জানিয়েও কোন লাভ হয়নি, ফলে এলাকাবাসীরা রাস্তা অবরোধে করলো, মহকুমা শাসক বা জেলাশাসক এসে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ তুলে নেবে এলাকাবাসীরা, খবর লেখা পর্যন্ত এখনো চলছে রাস্তা অবরোধ

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service