জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-ইতিমধ্যে বর্তমান রাজ্য সরকার রাজধানীর পুর এলাকাগুলিতে আবাসন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে একটি হলো রাজধানীর কামান চৌমুনীস্থিত বিবেকানন্দ মার্কেট এলাকা, যেখানে রাজ্যের খুচরা ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বর্তমান রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়ে বামপন্থী তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ দিনের কর্মসূচি থেকে রাজ্যের প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত বক্তব্য রাখতে গিয়ে বিগত সরকারের আমলে যে জায়গাটাকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য রেখেছিল সে জায়গায় রাজ্য সরকারের আবাসন স্থাপনের সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানান। রাজ্য সরকারের সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে বামপন্থী তিনটি সংগঠনের উদ্যোগে সংগঠিত বিক্ষোভ প্রদর্শন কতটুকু কার্যকর হবে সেটাই এখন প্রশ্ন অভিজ্ঞ মহলের একাংশের। তাছাড়া এদিন বিক্ষোভ শেষে সংগঠনের নেতৃত্ব এবং কার্যকর্তাদের প্রশাসন এরেস্ট করে নিয়ে যায়। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, সিআইটিইউ র রাজ্য কমিটির সদস্য সমর রায় ও তপন দাসসহ অন্যান্য নেতৃত্বরা।
janatar kalam Blog রাজ্য বিবেকানন্দ মার্কেটকে পুনরায় পূনর্বাসনের দাবিতে বামপন্থী তিনটি সংগঠনের বিক্ষোভ প্রদর্শন
Leave feedback about this