2024-12-18
agartala,tripura
রাজ্য

করোনা পরিস্থিতিতে কৃষকদের সমস্যা সমাধানে গোমতী জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকে কৃষি মন্ত্রী

জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- গোমতী জেলার কৃষি কাজের সার্বিক উন্নতির জন্য আগামী দিনে কি কি কাজ করতে হবে সেই বিষয়ে আজ কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পৌরহিত্যে গোমতী জেলা ভিত্তিক কৃষি ও উদ্যান বিষয়ক এক দিনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে l বর্তমান করোনা পরিস্থিতির কারণে যদিও কৃষি কাজের কিছুটা সমস্যা হয়েছে তাই আগামী দিনে কৃষকদের যাতে কোন সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রেখে আজ জেলা ভিত্তিক পর্যালোচনা হয়েছে l
এই বৈঠকে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলা পারিষদের সভাধিপতি স্বপন অধিকারী , সহকারী সভাধিপতি দেবল দেবরায় , জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পদ্ম মোহন জমাতিয়া , বিধায়ক রাম পদ জমাতিয়া , বুৰ্ব মোহন ত্রিপুরা , কৃষি দপ্তরে অধিকর্তা ড. ডি পি সরকার , উদ্দ্যান অধিকর্তা , ও জেলার কৃষি ও উদ্দ্যান দপ্তরে অধিকারিকগণ l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service