2024-12-16
agartala,tripura
রাজ্য

চাঁদা ছাড়া দুর্গোৎসব পালিত করবেন জেপিসি ক্লাব

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রবিবার রাজধানীর জেপিসি ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সাংবাদিক সম্মেলনে ক্লাবের সহ-সম্পাদক জানান আসন্ন দুর্গোৎসব কে কেন্দ্র করে অন্যান্য বছর যে জায়গায় বড় পরিসরে পুজোর আয়োজন করা হতো এবছর করোনা ভাইরাস এর জেরে ক্ষুদ্র পরিসরে পুজো করা হবে বলে। তাছাড়া অন্যান্য বছর পূজোকে কেন্দ্র করে যে জায়গায় এলাকার জনগণ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলা হতো সেই চাঁদা এবার তোলা হবে না বলে, কেননা ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে সদস্যরা নিজেদের উদ্যোগেই এবারের পুজো উৎসব আয়োজন করবে বলে জানান তিনি। পাশাপাশি ভক্তরা যেন ঘরে বসে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারেন সেই ব্যবস্থা করা হবে বলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service