2024-12-19
agartala,tripura
রাজ্য

পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উপস্থিতিতে রাজ্যের উদয়পুরেও পালিত হলো ৭৪ তম স্বাধীনতা দিবস

জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- সারা দেশের সাথে উদয়পুরেও যথা যোগ্য মর্যাদায় ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হয় l উদয়পুর কে বি আই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l এর পর মন্ত্রী কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন l এই দিনে মন্ত্রী দেশের সেবায় যারা আত্ম বলিদান করেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান l স্বাধীনতার ৭৪ তম বর্ষে দেশের অখণ্ডতা রক্ষার জন্য দেশের কেন্দ্রীয় সরকারের ভূমিকায় রাজ্য সরকারের পক্ষ থেকে সাধুবাদ জানান l এছাড়া ,রাজ্যের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা প্রকল্পের বাস্তবায়নের চিত্র তুলে ধরেন মন্ত্রী l এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে l এই কাজে রাজ্যের সকল অংশের জনগণকে সামিল হওয়ার আবেদন জানান মন্ত্রী l এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, জনপ্রতিনিধি সহ ,জেলা শাসক , জেলা পুলিশ সুপার ও মহকুমা শাসক ও অন্যান্য আধিকারিকগণ l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service