2024-12-16
agartala,tripura
রাজ্য

উদ্বোধন হল দুদিনব্যাপী হর্নবিল উৎসবের, উদ্বোধক মুখ্যমন্ত্রী ।

সাড়ম্বরে উদ্বোধন হল দুদিনব্যাপী আয়োজিত হর্নবিল উৎসবের । বড়মুড়া ইকো পার্কে আয়োজিত এক উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় , বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরীসহ বনদপ্তরের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন ধনেশ পাখির জীবন শৈলীকে সকলের সামনে তুলে ধরতে এই উৎসবের আয়োজন । ধনেশ পাখির জীবন শৈলীকে মানব জীবনে যদি অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করা যায় তাহলে জীবন ধরার মন বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service