জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ দ্বারা গৃহীত রাজ্যের সকল স্তরের বিদ্যার্থীদের স্বার্থে সমস্ত দাবিগুলো মেনে নিয়ে রাজ্য সরকার কর্তৃক ফীমুক্ত শিক্ষাবর্ষ ঘোষণা করার পরই রাজ্যের বিভিন্ন ডিগ্রী কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়ায় আরো সরলীকরণ করার উদ্দেশ্যে রাজ্য সরকার এক অনলাইন পোর্টাল চালু করেছে। এইক্ষেত্রে মহাকুমার কোনো ছাত্র-ছাত্রীর ই যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেইদিকে লক্ষ্য রেখেই উদয়পুর শাখার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন এর কাজ শুরু করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ সাহায্য করার উদ্দেশ্যে, আবেদনের শেষ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচি lপ্রতিদিন সকাল সারে দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। প্রথম দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর নগর শাখার সম্পাদক দীপেন পাল, সহ-সম্পাদক সুকান্ত দে, নগর ও কলেজ শাখার সম্মানিত সদস্য – অরিঘ্ন ভৌমিক, নিহার রঞ্জন দত্ত, দীপন বিশ্বাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস, দেবজিৎ দাস এবং রাজ্য কমিটির সদস্য রাজীব দেব প্রমুখ। স্বাভাবিক ভাবেই এই উদ্যোগের ফলে খুশি মহাবিদ্যালয়ে ভর্তি হতে অনলাইনে ফর্ম ফিলাপ করতে আসা ছাত্র ছাত্রীরা।
janatar kalam Blog রাজ্য ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির অনলাইন রেজিস্ট্রেশনের সহায়তায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
Leave feedback about this