জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ-আমাদের রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মাঝে মনিপুরি হলো অন্যতম একটি জাতি গোষ্ঠী। মনিপুরী জাতিগোষ্ঠী কৃষ্টি সংস্কৃতি বহন করা অন্যতম একটি সম্প্রদায়। ইতিহাসে কথিত আছে ত্রিপুরা রাজন্য আমলে রাজারা যদি উপজাতি সম্প্রদায়ের হয়ে থাকে তাহলে ত্রিপুরা মহারানীদের অধিকাংশই মনিপুরী সম্প্রদায়ের ছিল বলে। স্বাধীনতা সংগ্রামের সময় মণিপুরী সেনাদের অবদান স্মরনীয়। সেই ১৮৯১ সালে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হওয়া জেনারেল থাঙ্গা এবং বীর টিকেন্দ্রজিত এর ১২৯ তম শহীদান দিবস পালন করল মনিপুরী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা “থওগানলুপ”। এদিনের অনুষ্ঠান থেকে সংগঠনের সভাপতি রাজীব সিনহা বক্তব্য রাখতে গিয়ে জানান আজকের এই অনুষ্ঠানটি বড়োসড়ো আয়োজনের মাধ্যমে করার ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে ক্ষুদ্র পরিসরে শহীদদের স্মরণ করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বয়োজ্যেষ্ঠ সম্মানীয় গুরুজনদের পাশাপাশি সংগঠনের কার্যকর্তারা।
রাজ্য
মনিপুরী স্বাধীনতা সংগ্রামীদের শহীদান দিবস উদযাপন করলো মনিপুরী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা “থওগানলুপ”
- by janatar kalam
- 2020-08-13
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this