2024-12-16
agartala,tripura
রাজ্য

বেহাল দশায় পরিণত কাঁকড়াবন মির্জা-তুলামুড়া যাওয়ার রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- দীর্ঘ চার পাঁচ মাস ধরে কাঁকড়াবন মির্জা -তুলামুড়া যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থার পরে রয়েছে এই রাস্তাটির উপর দিয়ে মির্জা তুলামুড়া যাওয়া একটি মাত্র রাস্তা। এই রাস্তাটি উপর দিয়ে গাড়ী বাইক যাতায়াতর সময় খুব অসুবিধা সম্মুখীন হতে হয় এই রাস্তাটি মেরামত করার জন্য বহুবার এলাকাবাসি তরফ থেকে স্থানীয় পঞ্চায়েত ও পূর্ত দপ্তর এমনি কি স্থানীয় বিধায়ক অর্থাৎ প্রাক্তন মন্ত্রীকেও এলাকাবাসি তরফ থেকে বহু বার দাবি জানিয়ে আসলে ও কাজের কাজ কিছু হয়নি। এই রাস্তা দিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং গর্ভবতী মায়েদের এই রাস্তা দিয়ে হাসপাতালে কিংবা চিকিৎসার জন্য নিয়ে যেতে খুবই অসুবিধা হয় এই রাস্তা দিয়ে মির্জা দক্ষিণ মির্জা হয়ে তুলামুড়া যেতে হয়। সমান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করার অযোগ্য হয়ে পড়ে।এখন দেখার বিষয় পূর্ত দপ্তর ও স্থানীয় বিধায়ক কবে নাগাদ এ রাস্তাটি মেরামত করার জন্য হাত লাগা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service