2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সামান্য কথা কাটাকাটি নিয়ে আত্মহত্যা এক যুবকের

জনতার কলম ,ত্রিপুরা,বিশালগড়, প্রতিনিধি :- আবারো ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের ঘটনা বিশালগড় মহকুমা কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর থানাধীন কৈয়াডেপা তিরিশ কার্ড এলাকায়। মৃত যুবকের নাম রাজু নম: বয়স 29 পিতা হীরালাল নম: ঘটনার বিবরণে জানা যায় মৃত যুবক পেশায় গাড়ি চালক অন্যান্য দিনের মতো কাজ সেরে বাড়িতে যান বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সামান্য কথা কাটাকাটি নিয়ে নিজ ঘরে পরিবারের অজান্তে গতকাল রাত 11 ই আগস্ট রোজ মঙ্গলবার গলায় গামছা দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন। পরবর্তী সময়ে এদিকে ওদিকে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন পরে দেখতে পান ঘরের দরজা খুলে নিজ করে গামছা দিয়ে জুলিয়ে আছ। পরবর্তীতে মধুপুর থানায় খবর দেওয়া হয় তারপর তারা ছুটে গিয়ে ঝুলন্ত দেহ কে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে ময়না তদন্তের জন্য।এদিকে আরো জানা যায় মৃত যুবকের স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে রয়েছে। মধুপুর থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত করছেন পুলিশ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service