জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ-আজ রাজধানীর রাজবাড়ীর প্রাঙ্গণে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে মহিলা সাংস্কৃতিক সংগঠন, সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন ও সারা ভারত গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠনের যৌথ উদ্যোগে আজ শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম শহীদান দিবস পালন করা হলো। এদিনের কর্মসূচি থেকে সংগঠনের নেত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান অন্যান্য বছর এদিনে বড়োসড়ো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও, এ বছর মহামারি করোনা ভাইরাস এর সংক্রমনের আতঙ্কের ফলে ক্ষুদ্র পরিসরে শহীদ ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালন করছেন বলে জানান তিনি। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশ ও রাজ্যের যে অবস্থা, সে অবস্থার নিরিখে দেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্মদিবস ওপেন দিবস পালনে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
Leave feedback about this