2024-12-18
agartala,tripura
রাজ্য

পচা গলা বস্তা বন্ধি লাশ উদ্ধার,ঘটনাস্থলে পুলিশ

জনতার কলম,ত্রিপুরা,কাঞ্চনপুর প্র‌তি‌নি‌ধি,:- কাঞ্চনপুর,ডাইনছড়া এলাকায় রামচরন স্কু‌লের পা‌শে একটি রীংও‌য়লে বস্তা ব‌ন্দি স‌ন্দেহ জনক কিছু দেখ‌তে পায় এলাকার লোকজন।খবর দেয় কাঞ্চনপুর থানায়।স‌ঙ্গে স‌ঙ্গে কাঞ্চনপুর মহকুমা পু‌লিশ আ‌ধিকারীক বিক্রম‌জিৎ শুক্লদাস বিরাট পু‌লিশ বাহী‌নি সহ ঘটনা স্থলে ছুটে যান। লা‌শের খারাপ অবস্থা দে‌খে ঘটনা স্থ‌লেই লাস শনাক্তকর‌নের এবং পোষ্ট মর্টাম করার সিদ্ধান্ত নেয় পু‌লিশ এবং হাসপাতা‌লে খবর দেওয়া হ‌য়। শেষপর্যন্ত ডাক্তার ঘটনা স্থ‌লে পৌছায় পাশাপা‌শি অ‌গ্নি‌নির্বাহক বাহী‌নি ও ঘটনা স্থ‌লে পৌছায়। উ‌ল্লেখ্য গত কিছু‌দি পু‌র্বে ডাইনছড়ার বা‌সিন্দা রিংকু নাথ নি‌খোজ ব‌লে তার প‌রিবা‌রের লোকজন জানায়,আজ তার লাশ শনাক্তকরন হয়,প‌রিবা‌রের লোকজন জানায় তারা লাশ‌কে চি‌ন্তে পে‌রেছে।পু‌লিশ বিষয়‌টির তদন্ত কর‌ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service